শশীভূষণে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

ভোলা'র চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় দায়েরকৃত আলোচিত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মো. আব্দুল বারেক (৪৫) কে অভিযান চালিয়ে আটক করে  র‍্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা।বুধবার ২৫ ডিসেম্বর সকাল ১০ টায় ক্যাম্প কমান্ডার,লেঃ মো. শাহরিয়ার রিফাত অভি জানান মো. আব্দুল বারেক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার  শষীভূষণ থানার আলোচিত ধর্ষণ মামলা, যাহার মামলা নং-০৬, তারিখ-০৯/১০/২০২৪ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ( সংশোধিত/২০২০) এর ৯(১) এর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী,পরবর্তীতে  মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হতে বর্নীত আসামী  কে গ্রেফতারের নিমিত্তে অধিযাচন পত্র প্রাপ্তির পর আসামীর অবস্থান সনাক্তপূর্বক ভোলা র‍্যাব ক্যাম্প, সিপিএসসি, র‍্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক  অভিযান চালিয়ে আজ বুধবার ভোর ৬-৪০ মিনিটের সময় শষীভূষণ থানাধীন উত্তর চর মঙ্গল সাকিনস্থ হাওলাদার বাড়ি থেকে তাকে সুস্থ অবস্থায় গ্রেফতার  করা হয়৷ গ্রেফতারকৃত আব্দুল বারেক শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল ৬নং ওয়ার্ডের মোশারফ হোসেন মশু হাওলাদারের ছেলে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে শষীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।