ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  শহীদ জিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
 বৃহস্পতিবার ২০ মার্চ বিকালে মাদরাসা ময়দানে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত সকল শিক্ষার্থীর পরামর্শ মোতাবেক সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে  কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি পদে এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম জামিল, সিনিয়র- সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,সহ সভাপতি মাওলানা মোঃ মনির আহাম্মদ, মোঃ ফখরুল ইসলাম, মাওলানা মোঃ ইব্রাহিম, সেক্রেটারি পদে মোঃ ওমর ফারুক, যুগ্ম সেক্রেটারি আব্দুস সালাম খোকন, সহকারি সেক্রেটারি মোঃ হারুন, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক আবু আহম্মদ নয়ন, প্রচার সম্পাদক ইঞ্জি. মোঃ কামরুল হাসান তারেক, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আইটি সম্পাদক মোঃ শাহ্ ফয়সাল, সহকারী আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবুল খায়ের ওয়াহিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ একরামুল হক হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোঃ ইস্রাফিল, সহ. শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হুদা। সদস্যরা হলেন, হাফেজ মোঃ নাছির উদ্দিন, মোঃ ইব্রাহিম ও মোঃ মোশাররফ হোসেন। কমিটির সভাপতি জানান, ২০২১ সালে শহীদ জিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠিত হয়। একটি ছাত্র-শিক্ষক ও সমাজ কল্যাণমুখী অরাজনৈতিক প্রতিষ্ঠান।

 কমিটিতে অপরাপর সম্পাদকীয় মন্ডলী ও সদস্যবৃন্দের নামের তালিকা এবং উপদেষ্টা পরিষদের নাম তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।