শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে দলটির নিজস্ব কার্যালয়ে পাঁচ শতাধিত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দলীয় কার্যালয়ের সামনে স্টলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা শতাধিক বই এবং ম্যাগাজিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্যে উন্মুক্ত রাখা হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর থানা বিএনপি’র সভপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোসতাক হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল সালেকিন। সভায় বিএনপির অংগ সংগঠন সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।