বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাইদা খানমের সামনে হাট-বাজার দরপত্র গায়েব ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও সহ কমিটির সদস্যদের উপস্থিতে এ ঘটনা ঘটে। ইউএনও সাইদা খানম ইন্ধন ও দ্বায়িত্বহীনতায় এমনটি হয়েছে বলে অভিযোগ তুলছেন সচেতন মহল।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা নির্বাহী অফিসারের এক নিরাপত্তাকর্মী জানান, হাট-বাজার ইজারার দুই দিন আগে মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান গাড়ি নিয়ে উপজেলা ইউএনও বাসায় আসেন।কিছুক্ষণ কথা বলে আবার বের হয়ে যান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান হাটবাজার ইজারার ২২ লাখ টাকার পে-অর্ডারসহ দরপত্রটি সরিয়েছেন বলে অভিযোগ তুলছেন। পরে প্রশাসনের চাপে পে-অর্ডারসহ অন্য একটি দরপত্র এনে জমা দিলেও হদিস মেলেনি সরিয়ে ফেলা মূল দরপত্রের।জানাযায় জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ্ব শেখ এই দরপত্র জমা দিয়েছিলেন।