সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা ইউনিয়নে সাতজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তারেক রহমান নামের একজন সাংবাদিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ১৯ শে মার্চ দুপুরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলীসহ সাতজন সাংবাদিক আহত হয়। শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন শেষে নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়া দিয়ে যাওয়ার সময় যানজট দেখে এগিয়ে গেলে দেখি রাস্তার উপর বালু ফেলে রাস্তা ব্লক করে রাখা হয়েছে। এর প্রতিবাদ করলে বালুর পাশে দাঁড়ানো ইমরান (২০) ও জামিল(২২) আমাদের গালমন্দ করে। আমরা সাংবাদিক পরিচয় দিলে তারা আরো উত্তেজিত হয়ে ইমরান, জামিল, রবি, খায়রুল লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।