রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের কয়েকটি টিনশেড দোকানে আগুন লেগেছে। 

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে সংস্থাটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম  জানান, আগুন লাগার খবর পেয়ে ১০টা ১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে গিয়েছে।

তালহা বিন জসিম মর্নিং পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।