উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কাচিয়া সাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন তালুকদারকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা শিক্ষক সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
প্রতিবাদ সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, প্রধান শিক্ষক মীর আমির হোসেন ও সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার ভোলা জেলার সকলের কাছে পরিচিত। তারা এমন কোন অপরাধ করেন নাই যার কারণে তাদেরকে গ্রেফতার করতে হবে। তারা আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিল এটা সত্য, কিন্তু কোন অপরাধের সাথে জড়িত ছিল না। 
তিনি আরো বলেন, গত রবিবার তারা নিজ নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। এ সময় সাদা পোশাকে ডিবি পরিচয়ে তাদেরকে বাড়ী থেকে তুলে আনা হয়। এরপর এই দুই শিক্ষক নেতাকে ভোলার ছাত্রদল সভাপতি শহীদ নুরে আলম ও শহীদ আঃ রহিম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। যা একেবারেই উদ্দেশ্য ও হয়রানিমূলক। এ মামলার সাথে তারা কোন ভাবেই জড়িত নয়। তাদেরকে উদ্দেশ্যমূলক এবং হয়রানি করার জন্যই গ্রেফতার করা হয়েছে। আমরা শিক্ষক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি শিক্ষক নেতাদেরকে গ্রেফতার করায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমাদের দাবী সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং গ্রেফতারকৃত নিরাপরাধ শিক্ষক নেতাদের অবিলম্বে মুক্তির দাবী জানাচ্ছি। প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সম্পাদক আনোয়ার পারভেজসহ ভোলা সদর উপজেলার অধিকাংশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।