বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সন্ধ্যা ৬টার দিকে ওয়াই-ফাই এর সংযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণে অফিস কক্ষের আসবাব পত্র পুড়ে ভ‚ষ্মিভুত হয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা প্রহরী সুমন মিয়া জানান, ইউএন ও স্যার অফিসের কাজ শেষ করে কক্ষ তালাবদ্ধ করে চলে যান।পরে সন্ধ্যা ৬ টার দিকে ইউএনও স্যারের কক্ষে বিকট একটি শব্দ হয়। তারপরে আমি সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী মিলে অফিস কক্ষের তালা খুলে দেখতে পাই আগুনে পুড়ে ছাই অফিস কক্ষ। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা তাহমিনা আক্তার বলেন ওয়াই ফাইয়ের সংযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।তিনি আরো জানান ইতিপূর্বেও বৈদ্যুতিক তারের ত্রুটি ধরা পড়েছে এবং তাৎক্ষণিক এগুলো মেরামত করে নেওয়া হয়েছে। নাশকতা বা অন্যকোন ঘটনা ঘটেনি। এই অগ্নিকান্ডে টিভি,সোফা, এসি, ফ্রিজ, চেয়ার-টেবিল সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান। অগ্নিকান্ডের ঘটনা জানার পরেই তাৎক্ষনিক শিবগঞ্জ ফায়ার ষ্টেশনকে জানানো হলে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।