বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী শিব মন্দির আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে আয়োজিত আলোচনা সভা আশীষ কুমার রায় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম নারায়ণ কানু। সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুস শুকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক সুবীর কুমার দত্ত, যুগ্ম সম্পাদক নয়ন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামল মোদক, রানু গোপাল, বিমল রায়, উত্তম কুমার, উৎপল কুমার মোহন্ত, সনৎ কুমার মন্ডল, পুলক গোস্বামী, অনু কুমার, প্রমুখ।