বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক অসহায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত শনিবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানী গ্রামের মৃতঃ জমির উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৪২)। 

তিনি লিখিত বক্তব্যে বলেন,একই এলাকার প্রভাবশালী  আজাহার আলীর ছেলে মতিন খন্দকার (৫০) সহ ১০-১২ জনের সাথে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে,তারা জোর পূর্বক অন্যায় ভাবে সচিয়ানী মৌজার ৪৭৫ দাগের ২৩ শতাংশ ফসলি জমির মধ্যে দিয়ে গভীর নলকূপ স্থাপন ও তার উপর দিয়ে ড্রেন নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ পানি সেচ দিয়ে আসছে, এতে আমার কোন আপত্তি নেই,এক পর্যায়ে তারা আমার ঐ ড্রেন ছাড়া আলাদা সম্পত্তিতে জোর পূর্বক রাস্তা নির্মাণের পায়তারা করলে আমি বাঁধা দিলে একপর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলে ফিরোজকে মারপিট করে এবং আমার স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে,এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দিলে প্রশাসন সরে-জমিনে তদন্তে গিয়ে উভয় পক্ষকে ডেকে মিমাংসার স্বার্থে শালিসের মাধ্যমে নলকূপের সেচ প্রকল্পের রাস্তা বাবদ ড্রেনসহ ৬ফিট রাস্তা দেওয়ার সিদ্ধান্ত হয়,আমি তাহা মেনে নিয়েছি,কিন্তু তারা তা না মেনে ড্রেনসহ ১৫ফিট রাস্তা নেওয়ার অপচেষ্টা করছে,আমি গ্রামের জনগণের স্বার্থে ৬ফিট রাস্তা দিতে রাজি আছি এবং থাকবো এর বেশি রাস্তা দিলে আমার ফসলি জমির অপূরনীয় ক্ষতি হবে, আমি কোন সংঘাত চাইনা,আমি চাই শান্তি,জমির বিষয়ে পুঙ্খানুভাবে তদন্ত করে সঠিক সমাধানের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফজিলা বিবি, আকলিমা,হাবিল প্রমূখ।