শিবগঞ্জের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, থানায় অভিযোগ। অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, ২৪ শে নভেম্বর দুপুর প্রায় ১২ টার দিকে বিবাদী ফজলার রহমান সহ ৫ জন বাদী মিঠু মিয়ার বাড়িতে আসিয়া বাদীর ভাই মোখলেছার রহমানকে গালিগালাজ করিতে থাকিলে, প্রতিবাদ করলে বিবাদী গণ মোখলেছার রহমানকে এলোপাথারি মারপিট করিতে থাকে এসময় তার চিৎকারে বাদীর আরেক ভাই ছানোয়ার হোসেন আগাইয়া আসিলে তাকেও বেধরক মারপিট করে। বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে বাদীর বসত বাড়িতে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করেন। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে সেখান থেকে চলে যায়। পরে আহতরা স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোকলেসার রহমান ও ছানোয়ার হোসেনের ভাই মিঠু মিয়া বাদী হয়ে গতকাল রাতে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।