সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাইছার বলেন,   'আমাকে জড়িয়ে প্রতিপক্ষ কিচক ইউনিয়নের ছানিয়ানপাড়া গ্রামের মোকাররম হোসেন, আব্দুল মোমিন, ওয়ারেছ আলী, আনিছুর রহমান, ফিরোজ আহমেদ আমার বিরুদ্ধে মিথ্যা বক্তব্যে দিয়ে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে। আমার বাড়ি আটমূল ইউনিয়নের জগদীশ গ্রামে। গত ০৬-০৯-২০২৫ ইং তারিখ দিবাগত রাতে অন্যায় ভাবে রোপনকৃত ধানের ক্ষেতের নিজেরাই নষ্ট করে আমি এবং আমার শ্বশুর  ইসলাইল হোসেনের নামে মিথ্যা পোপাগান্ডা ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে ওই জমির মালিক আমার শ্বশুর নিজেই। সে তার মেয়েদের নামে উক্ত সম্পত্তি দলিল করে দেয়। আমাদেরকে মিথ্যা ভাবে ফাঁসানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমার শ্বশুরুপ তো জমি প্রায় ৩০ বছর যাবত ভোগ দখল করে খাচ্ছে। প্রকৃতপক্ষে কিচক ইউনিয়নের অপশন মৌজার ৮১১নং দাগের ৯ শতাংশ জমির বিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ ও দায়ের করা আছে। আমি ঘটনা স্থলে উপস্থিত না থাকার পরেও আমার নামে মিথ্যা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিপক্ষকে সাবধান করে দিয়ে বলতে চাই, ভবিষ্যতে আমার এবং আমার শ্বশুরের পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করা হয় তাহলে কঠিন আইনে পদক্ষেপ গ্রহণ করিতে বাধ্য থাকিব। প্রশাসনকে অনুরোধ করব জমির বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে যে সিদ্ধান্ত দিবে আমরা তা মাথা পেতে নিতে বাধ্য থাকিব'।


এসময় উপস্থিত ছিলেন, শশুড় ইসমাইল হোসেন, আবু হেনা, দুরুল হুদা।