নরসিংদীর শিবপুর উপজেলার কলেজগেইট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, গত ১ জুলাই মধ্যরাতে কলেজগেইট বাজারের ডিলার মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানঘর, একটি গাড়ি এবং প্রায় কোটি টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ডিলার মাসুম মোল্লা জানান, হঠাৎ মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন সবকিছু জ্বলছে। আগুনের তীব্রতার কারণে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। দোকানঘর, মালামাল ও যানবাহন পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আগুন লাগার কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।