IPDC Finance-এর সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল জেলা শাখা বরিশালের বিভিন্ন অঞ্চলের বেদে সম্প্রদায়, ভাসমান জনগোষ্ঠী, ছিন্নমূল বাস্তুহারা এবং বস্তি এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি হৃদয় হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক তানভীর বিশ্বাস সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আরিফ সহ সংগঠনের সদস্যগন। এই মহতী উদ্যোগটি শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের জীবনে উষ্ণতার পরশ এনে দেওয়ার একটি অসাধারণ প্রয়াস। অনুষ্ঠানে বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার তার বক্তব্যে বলেন, “আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। শীতার্ত মানুষদের কষ্ট লাঘবের এই উদ্যোগটি আমাদের মানবিক দায়িত্বের একটি অংশ। IPDC Finance-এর সহায়তায় আমরা বরিশালের বেদে সম্প্রদায়, ভাসমান জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পেরে গর্বিত।” বরিশাল জেলা শাখার সম্পাদক ইমরান হোসেন বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শীতার্তদের কষ্টের কথা ভেবে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। যারা এই মহৎ কাজে সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এই মানবিক কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার সেতুবন্ধন তৈরি করবে।