শেরপুর আনন্দ বিশাদে অনুষ্ঠিত হলো দীপ্ত টিভির ৯ বছর পদার্পন অনুষ্ঠান। দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের সঞ্চালনায় শেরপুর জেলা প্রেসক্লাবের কার্যকরি সভাপতি আব্দুর রফিক মজিদের সভাপতিেত্ব দীপ্তটিভির ৯ বছর পদার্পনে আলোচনা সভা অনুষ্ঠান হয়। সম্প্রতি মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এন টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক কলামিস্ট কাকন রেজা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।১৮ নভেম্বর শেরপুর শহরের নির্ঝড় কমিউনিটি সেন্টারে দীপ্ত টিভির ৯ বছর পদার্পন অনুষ্ঠান আনন্দ বিশাদে শেষ হয়েছে। আলোচনা শেষে কেক কেটে সকল সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়।দীপ্ত টিভির এই আনন্দ অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেকট্রনিক, টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গনের বক্তব্যে সম্প্রতি মোহনা টিভির জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত রেজাউল করিম বকুলের মৃত্যুতে গভীর শোক সমবেদনা, স্মৃতিচারনে আনন্দ বিশাদে রূপনেয়। রেজাউল করিম বকুল ১৬ নভেম্বর রাতে মৃত্যু বরন করেন। দীপ্ত টিভির জন্মদিবস রূপান্তরিত হয় স্মরন সভায়।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান বাদল, আরটিভির জেলা প্রতিনিধি মুগনিউর রহমান মনি, ও এস এ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল।নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সভাপতি লাল মোঃ শাহজাহান কিবরিয়া।এ সময় বক্তারা জেলা প্রতিনিধির মাধ্যমে শেরপুর জেলার উন্নয়ন সমভাবনা ও অসংগতি তুলে ধরার জন্য দিপ্ত টিভির প্রতি আহবান জানান।