"ব্যক্তিক দক্ষতা, ভবিষ্যতের উদ্ভাবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য যুব র‍্যালি।



জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা শহরের কেন্দ্রীয় সড়কে র‍্যালিটি বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সংগঠনের সদস্য, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।  
আয়োজনে ছিল স্লোগান, ব্যানার ও যুবদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠান শেষে যুব সমাজের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে চলমান কার্যক্রম তুলে ধরেন বক্তারা এবং যুবদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।