পর্যটন নগরী কক্সবাজারের হাট বাজারগুলোতে শেষ মুহূর্তে জমজমাট ঈদ বাজার। বাজারের প্রতিটি অলিগলিতে দোকানিদের হাঁকডাক আর ক্রেতাদের পদচারণায় শেষের দিকে জমে উঠেছে শহরের ঈদ বাজার। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে। তবে,গতবছরের তুলনায় এবার পোশাকের দাম একটু বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের বাজেটে টান পড়ছে। পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি হলেও জুতা, কসমেটিকস, পাঞ্জাবি ও প্যান্টের দোকানগুলোতেও ক্রেতাদের কমতি নেই। বাহারি রং আর নকশার পোশাকে সেজেছে দোকানগুলো। ক্রেতারাও তাদের পছন্দের পোশাক খুঁজে নিতে ব্যস্ত।
শনিবার (২৯ মার্চ) শহরের সুপার মার্কেট, এছালাম মার্কেট , হকার মার্কেট,ফিরোজা মার্কেট,আপন টাউয়ার,পৌরসভা মার্কেটসহ আশপাশের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, শেষ দিকের কেনাকাটা সারছেন ক্রেতারা। দোকানীরা বাহারী রঙে,বাহারি ঢঙে,চোখ ধাঁধানো আলোকস্বজ্জায় নতুন করে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে সাজিয়েছে দোকানগুলো।
জেলার কযেকটি উপজেলার বাজারঘুরেও দেখা যায়, দোকানগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। কেউ দামাদামি করছেন, কেউ পছন্দের পোশাক কিনে খুশি মনে বাড়ি যাচ্ছেন।
ঈদের কেনাকাটা করতে আসা শহরের ঝাউতলার বাসিন্দা আফিফা উর্মি এই প্রতিবেদককে জানান, মার্কেটে ছেলেমেয়েদের জন্য নতুন জামা কিনতে এসেছি কিন্তু কাপড়ের মানের তুলনায় দাম অনেকটাই বেশি বলে আক্ষেপ করেন।
স্কুল শিক্ষক জসিম উদ্দিন বলেন,সন্তানদের ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য মার্কেটে ঘুরছেন তিনি। তবে মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় এবং বাজেটের মধ্যে পোশাকও মিলছে না।
পোশাকের দাম অনেক বাড়তি মনে হচ্ছে। সব মিলিয়ে বাজেটে হচ্ছে না।
মার্কেটের দোকানগুলোর পাশাপাশি ফুটপাতেও তিল ধারণের ঠাঁই নেই। সবাই পছন্দের পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন।
মোজাম্মেল নামের এক দোকানী জানান,নিম্নবিত্ত,মধ্যবিত্তের কাছে টাকা নাই৷ ক্রেতা আসছে, ঘাটাঘাটি করতেছে৷ কেউ কেউ পছন্দ হলেই দরদাম না করে নিয়ে যাচ্ছে আর কেউ কেউ দাম বেশি বলে না নিয়ে চলে যাচ্ছে।
সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতে একটি দোকানে আসেন দিনমজুর হেনা বেগম। ২০ মিনিট যাচাই-বাছাই করেও বাজেটের মধ্যে মেয়ের জন্য একটি পোশাক কিনতে পারেননি তিনি। নাজমুলের ভাষ্যমতে, গতবার যে টাকায় নিজের জন্য, স্ত্রী ও তাদের ৮ বছরের মেয়ের জন্য কেনাকাটা করেছেন এবার সেটি দ্বিগুণের বেশি টাকা খরচ হচ্ছে।
এদিকে মার্কেটের পাশাপাশি ফুটপাতেও সমান ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে কম দামে ভাল জিনিস কিনতে ফুটপাতে ভিড় করছেন বিভিন্ন বয়সের ক্রেতারা। জুতা, শাট, টি- শার্ট, পাঞ্জাবি, পাজামা, সানগ্লাস, ঘড়ি, আন্ডারগার্মেন্টসসহ সবকিছুই পাওয়া যাচ্ছে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকানে।
অন্যদিকে ঈদের কেনাকাটাকে ঘিরে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মার্কেট কর্তৃপক্ষ। তবে ভিড়ের মধ্যে কযেকটি চুরির ঘটনাও চোখে পড়েছে। সবমিলিয়ে শেষ মুহূর্তে জমজমাট কক্সবাজারের ঈদ বাজার।