চার মাসের বেতন ভাতা আদায়ের লক্ষে সড়ক অবরোধ করে আন্দোলনরত আছে আশুলিয়া কাঠগড়া এলাকার সেইন এপারেলস লিঃ এর শ্রমিকগন। এঅবস্থায় ৭ কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। তাদের দাবি বেতন চাইতে গেলে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে কয়েকজন শ্রমিককে। অন্যদিকে সকল শ্রমিকদের বিভিন্ন রকম হুমকি ও জোর জবরদস্তি করে কাজ করতে বাধ্য করতেছে।  শারিরিক ও মৌখিক নির্যাতনের অভিযোগও করেছেন কয়েকজন নারী শ্রমিক। সকাল থেকে আন্দোলন চলমান থাকলেও  সুরহা করার জন্যে মালিকপক্ষের কাওকেই দেখা যাইনি। শুধুমাত্র সাধারণছুটি ঘোষণা করে শ্রমিকদের কাজে বাধা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের দাবি সম্পুর্ন বেতন ভাতা পরিশোধ করে দ্রুত কাজে ফিরিয়ে নিতে হবে এবং পরবর্তী সকল মাসের বেতন ও ভাতা মাসের ৭ (সাত) তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়াও রোজা ও ঈদের সময়ে শ্রমিকদের কাজে শিথিলতা করে দিতে হবে।