মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটায় তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত জাফর মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মারাত্মকাভাবে আহত জহির হোসেন ও আরিফ শিকদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

শ্রীনগর থানার অফিসার ইন চার্জ শাকিল আহামেদ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাড়াগাঁওয়ের ফারুক শেখের ছেলে মহসিন শেখ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।নওপাড়ায় ছিনতাইকারীরা পথের উপর কলাগাছ ফেলে গতিরোধ করে।মহসীনকে মারধর করে অটোরিকশা নিয়ে যায়।মহসীনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তিনজনকে ধরে গণপিটুনি দেয়।তবে চতুর্থ ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কিছুক্ষণ পরেই হাসপাতালে জাফরের মৃত্যু ঘটে।ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরো জানান-নিহত জাফরের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার ফুলবাড়িতে।জহিরের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুরে এবং আরিফের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানার মুন্তাজপুর গ্রামে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।a