গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের ভেতর সিগনালে এ ঘটনা ঘটে। তবে, রাত সাড়ে আটটা পর্যন্ত ওই যুবকের নামপরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার পর স্টেশনের আউটার সিগনালের পাশে রেললাইনে ওই যুবকের পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। কিছুটা সামনে যুবকের গোংরানির শব্দ শুনে পায় তারা। পরে সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জারিনা রাফা জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে দুজন যুবক। এরপর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি। শ্রীপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার সাইদুর রহমান  বলেন, ট্রেনে কাটা পড়ে কেউ মারা গেছে সে সম্পর্কে তিনি অবগত নন। খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো। শ্রীপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, হাসপাতালে নিহত ওই ব্যক্তি ট্রেন দূর্ঘটনায় মারা গেছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।