শরীয়তপুর জেলার সখিপুর থানার কিরন নগরের শেখ মোল্লা কান্দি গ্রামে অটোরিকশার চাপায় অঞ্জু নেসা (৬৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। নিহত অঞ্জু নেসা ওই গ্রামের মৃত হযরত আলীর কন্যা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, নিহত অঞ্জু নেসা শারীরিকভাবে দুর্বল ও কিছুটা অসুস্থ ছিলেন। তিনি প্রতিদিনের মতো ঘরের বাইরে হেঁটে বেড়াতে বের হলে হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে যান। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সখিপুর থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চালক রোফ ওরফে রহমান (৫৫) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং চালককে আটক করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, অঞ্জু নেসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।