শরীয়তপুরের সখিপুরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে রিমা (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে সখিপুর ইউনিয়নের ছৈয়াল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রিমা মাদু সরকার কান্দি এলাকার সেলিম বেপারীর মেয়ে। সে ও তার মা ছৈয়াল কান্দি গ্রামের সিদ্দিক প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিমা অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
পরিবার ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিমার খালু রুবেল দেওয়ান জানান, “রিমা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিল। সে মাঝে মধ্যেই চুপচাপ থাকত। তবে এমন কঠিন সিদ্ধান্ত সে নিতে পারে, আমরা কল্পনাও করিনি।”
স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা জানান, রিমা শান্ত স্বভাবের মেয়ে ছিল। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সখিপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।