সখিপুর, শরীয়তপুর: পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে শরীয়তপুরের সখিপুর বাজারের প্রসাধনী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে তরুণী ও গৃহিণীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ, সুগন্ধি, চুলের প্রসাধনী ও স্কিন কেয়ারের পণ্য কিনতে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান মাসে বিশেষ ছাড় ও নতুন কালেকশনের কারণে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। সখিপুরের বিক্রেতা বলেন, "ঈদকে ঘিরে প্রসাধনীর চাহিদা বেড়েছে। আমরা নতুন ডিজাইন ও ব্র্যান্ডের পণ্য এনেছি, যা ক্রেতাদের আকর্ষণ করছে।"

ক্রেতারাও জানাচ্ছেন, বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পাওয়া যাচ্ছে, তবে কিছু কিছু পণ্যের দাম একটু বেশি মনে হচ্ছে। স্থানীয় ক্রেতা বলেন, "ঈদে সুন্দর দেখাতে চাই, তাই ভালো মানের প্রসাধনী কিনছি। তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে।"

ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগে ক্রেতাদের উপস্থিতি আরও বাড়বে এবং বিক্রি আরও ভালো হবে।