টাঙ্গাইলের সখিপুরে শনিবার (১৬আগস্ট) বিকালে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে  আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে কলেজ ছাত্র সবুজের(২০) উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০-২৫ জন  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে । শনিবার(১৬ আগস্ট) বিকেলে উপজেলার তালতলা চত্বরে সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সবুজ ওই হামলাকারীদের বেদম প্রহার করে। 

গত ১২ আগস্ট বিকেলে উপজেলার সৃষ্টিসংঘ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় শত শত মানুষের সামনে পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাতুল, আসিফ, সাকিবসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী কলেজছাত্র সবুজকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে সবুজ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সবুজ এর আগে তাদের উপর হামলা করে আহত করে ।