কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীরা তাদের ভগবান শ্রীকুষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন করেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় শত শত সনাতন ধর্মাবল্মীর উপস্থিতিতে শোভা যাত্রাটি কাচারীমাঠ কেন্দ্রীয় পূজা মন্দির থেকে বের হয়ে ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদর্শন করে।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কুড়িগ্রাম জেলা শাখার ১নং যুগ্ম আহবায়ক বিষ্ণু চন্দ্র সেন ও সদস্য অমল চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবর্গ পদযাত্রার সম্মুখ সারীতে থেকে নেতৃত্ব প্রদান করেন।
শোভা যাত্রার আগে সকালে কেন্দ্রীয় পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পবিত্র গীতা পাঠ, আহবানী কীর্ত্তণসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। এতে শতশথ হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।