‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীরা তাদের ভগবান শ্রীকুষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন করেছে।

‎ শনিবার  (১৪ আগস্ট) দুপুর ১২টায় শত শত সনাতন ধর্মাবল্মীর উপস্থিতিতে শোভা যাত্রাটি কাচারীমাঠ কেন্দ্রীয় পূজা মন্দির থেকে বের হয়ে ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদর্শন করে।

‎এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কুড়িগ্রাম জেলা শাখার ১নং যুগ্ম আহবায়ক বিষ্ণু চন্দ্র সেন ও সদস্য অমল চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবর্গ পদযাত্রার সম্মুখ সারীতে থেকে নেতৃত্ব প্রদান করেন।

‎শোভা যাত্রার আগে সকালে কেন্দ্রীয় পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পবিত্র গীতা পাঠ, আহবানী কীর্ত্তণসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। এতে শতশথ হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।