টাঙ্গাইলের সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামে ভাই জয়নাল পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ ফিরোজাসহ তিনবোনকে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

টাঙ্গাইলের সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামে ভাই জয়নাল পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ  ফিরোজাসহ তিনবোনকে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আদালতের রায়ের পর কয়েকদফা গ্রামে,যাদবপুর ইউনিয়ন পরিষদে এবং থানায় শালিসী বৈঠক বসার পরও কোন ফয়সালা হয়নি। ওয়ারিশসূত্রে পৈত্রিক জমি না পেয়ে অসহায়,দরিদ্র,নিরুপায়,বিধবা ফিরোজা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। জানা গেছে, ওয়ারিশের জমি নিয়ে দীর্ঘদিন মামলা-মোকাদ্দমা চলার পর টাঙ্গাইল সিনিয়র জেলা জজ মো.নাজিমুদ্দৌলা মোকাদ্দমা নং প্রবেট ০৮/২০২৪ গত ২৪/১০/২৪খ্রিঃ রায় প্রদান করেন শোলাপ্রতিমা মৌজার এসএ ৩৫ নং খতিয়ানের ৩৯৬/৪২৬ নং দাগের বিচার বিশ্লেষন করে ৬৭শতাংশ জমি মৃত ময়েজ উদ্দিনের এক ছেলে তিন মেয়ের মধ্যে বন্টন হিসাবে ফিরোজা ১৩.৮ শতাংশ জমি ওয়ারিশসূত্রে পাবেন। তার প্রাপ্য জমি ভাই জয়নালের নিকট থেকে বুঝিয়ে দেওয়ার জন্য ফিরোজা উপজেলা নির্বাহী অফিসার,যাদবপুর ইউপি চেয়ারম্যান ও সখিপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। শালিসী দরবারে ধূর্ত জয়নাল কারো কথাই মানেন না। সর্বশেষ গত ৫এপ্রিল(শনিবার) সখিপুর থানা গোলঘরে থানার এএসআই সোহেল রানা ও হিতৈষী মাতাব্বরদের  উপস্থিতিতে এক শালিসী বৈঠকে সিদ্ধান্ত হয় জয়নালকে তার বোনদের পাওনা জমি(প্রত্যেককে ১৩.৮শতাংশ করে) অথবা বাজার মূল্যে সমপরিমান টাকা দিতে হবে। এ সিদ্ধান্তকে অমান্য করে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে জয়নাল ওই বৈঠক থেকে চলে  যায়। অসহায়, দরিদ্র, নিরুপায়,বিধবা,সহায়-সম্বলহীন ফিরোজা তার একমাত্র ছেলে সজীবকে নিয়ে সুবিচার পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।