টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিদাস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে মোঃ ইমন হাসান (২৩) নামক মাদক সেবনকারীকে ০৪ (চার) মাস বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা অর্থদন্ড ও মাদক সেবনকারী মোঃ কুরবান আলীকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/- (এক হাজার ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় । এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, নাজমুস সামা সহকারী কমিশনার (ভূমি) সখিপুর, টাঙ্গাইল।