টাঙ্গাইলের সখিপুরে ছেলের চোখের সামনে মা কাকলি (৩০)কে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে বাবা মেহেদী হাসান (৩৫)। যেই মা তাকে জন্ম দিয়েছে, সেই মা তারই চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

 এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? ঘটনাটি ঘটেছে,রবিবার সকালে  টাঙ্গাইলের সখিপুর পৌরসভার জেলখানা মোর কাউচিচালা ভাড়া বাসায়। 
হতভম্ভ হয়ে ঘরের চৌকাঠের সামনে বসে আছে ৭ বছরের ছেলে মেরাজ। বারবার কান্না করে আর্তনাদ করছে মেয়ে চোখের সামনে এমন নির্মমতা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে ছেলে। বার বার শুধু চোখের পানি ঝড়ছে, কিন্তু সেই কষ্ট সহ্য করতে পারছে না ছোট্ট শিশু মেরাজ। মেয়ে মেরি বারবার কান্নাকাটি করে আর্তনাদ করছে।তাদের কান্নায় ভারী হয়ে আসছে আকাশ বাতাস। পারিবারিক কলহের কারণে কুরবানির গরু কাটার ছুরি দিয়ে আঘাত করে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে আর্তনাদ করতে করতে  তাদের ছেলে মেয়ে জানায়।  তাদের দেশের বাড়ি উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের ইছাদিঘি আতিয়াপাড়া এলাকায়।