শরীয়তপুরের সখিপুর চরসেনসাস ইউনিয়নের খালাশী কান্দি ৭ নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন (৪০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ মার্চ) সকালে তার বাড়িতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পরিবারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সখিপুর থানার ওসি ওবায়দুল হজ জানান, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রাথমিক তদন্ত শুরু করি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে।পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জসিম উদ্দিন একজন সহজ-সরল মানুষ ছিলেন। তার এই আকস্মিক সিদ্ধান্তে সবাই হতবাক।