শরিয়তপুর জেলার সখিপুর বাজারে জমে উঠেছে ঈদের বাজার কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভীড়। ঈদের আর মাত্র দুদিন বাকি ফলে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে এরই মধ্যে ক্রেতাদের পদচারণায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মুখর থাকছে সখিপুর থানার বিপনী বিতানগুলো।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে এখন সরগরম শহরের প্রতিটি বিপনী বিতান। নিজেদের পছন্দের পোশাক কিনতে আগে থেকেই দোকানে ভীড় করছেন ক্রেতারা। নিজেদের সাধ্যমত কেনা কাটায় ব্যস্ত রয়েছেন ক্রেতারা
জামিলা ফ্যাশনে ঈদের বাজারে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষনীয় সব পোশাক। রয়েছে দেশী বিদেশী ব্রান্ডের আধুনিক ডিজাইনের কাপড়, জুতা, ও কসমেটিকস্ সহ বিভিন্ন সামগ্রী।
সখিপুররের দেলোয়ার সুপার সপ, আতেকা ভবনের, সরকার মার্কেটগুলোতে সাধারণ ক্রেতাদের ভীড় লক্ষ করা যায়। বাহিরের মৌসুমী ও ভ্রাম্যমান দোকানের নিম্ন বিত্ত মানুষদের আনাগোনা রয়েছে প্রতিটি দোকানেই ক্রেতারা দর-কষাকষি করে ঈদের কেনাকাটা করছেন।
ক্রেতাদের অভিযোগ এবার সবকিছুর দাম প্রায় দ্বিগুন জামা-কাপড়, জুতার এতটাই দাম যে, বাচ্চাদের কেনাকাটা করতেই সব টাকা শেষ হয়ে যাচ্ছে। এবারের ঈদে জামা-কাপড় কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। পণ্যের দাম বেশি থাকায় নাভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ ক্রেতারা।
স্থানীয় ব্যবসায়ী জামিলা ফ্যাশনের কর্ণধার মো শহিদুল ইসলাম জানান, এবার পণ্যের দাম কিছুটা বেশি কারণ গতবারের তুলনায় আমরাও দাম দিয়ে ক্রয় করেছি। কেননা সব ধরনের জিনিসপত্রের দাম অনেক বেশি।