বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটে রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের সূচনা ঘটে।
জানা গেছে, রাত ২ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায়। তাদের ১৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে । এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানান হয়েছে ।এই ভবনে সরকারি গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংরক্ষিত আছে। প্রত্যেক্ষদর্শীদের মতে এটা বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশী ষড়যন্ত্রের অংশ হতে পারে।