উপজেলা পরিষদ চত্বর থেকে দক্ষিণ দিক দিয়ে হাসপাতাল, কৃষি অফিস, স্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করা হয় । বৃষ্টির ঢালে সড়কের পশ্চিম পাশে অর্ধেক ধসে পরেছে, পূর্ব পাশে পানি জমা । শরু সড়কটি পায়ে হেঁটে এবং মোটরসাইকেল ব্যবহার করা গেলেও রিক্সা, অটোরিক্সা সহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণরুপে বন্ধ ।
স্থানীয়রা জানায় দেড় বছর পর ছয়মাস আগে পৌরসভা হতে বালু ও পলি ব্যাগ ফেলে সংস্কার করা হয়েছিলো । দশ দিন যেতে না যেতেই আবার ভেঙ্গে পড়েছে । ফের শত শত মানুষের চলাচলে সমস্যা।আরো জানায়, এই ভাঙ্গায় অনেক লোক পরে গিয়ে প্যান্ট-শার্ট নষ্ট করা সহ আহত হয়েছে । রাস্তাটি হাসপাতাল গামী হওয়ায় রোগীদের জন্য নিরাপদ নয় । তাই রাস্তাটি খুব দ্রুত মেরামত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের সু-দৃষ্টি কামনা করে আসছে স্থানীয়রা ।