গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লি বিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী বাজার সহ বিভিন্ন স্থানে দেখা যায় যে বিভিন্ন হকার প্রধান সড়কে বিভিন্ন ধরনের খাবার, পোশাক ও অন্যান্য কিছু বিক্রি করে।
এ জন্য সড়কে গাড়ি চলাচলের সমস্যার সৃষ্টি হয় এবং দুর্ঘটনা ঘটে জার জন্য দায়ী করা হয় গাড়ী চালকদের।
প্রকৃত পক্ষে এ দুর্ঘটনার মূল কারণ এ ধরনের হকার ব্যবসায়ী।
এখন প্রশাসন প্রতিদিন অভিযান চালায় কিন্তু যতক্ষন পর্যন্ত প্রশাসন থাকে ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে পরবর্তীতে সবকিছু আগের মত হয়ে যায়। জনসাধারণের দাবি যে, এ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে তা না হলে ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে এ যানজট এর কারণে।