ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম বাবুল মল্লিক। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মোসলেম মল্লিকের ছেলে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।