ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে উপজেল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ডাঃ এ গফফার, পপুলার লাইফ ইনস্যুন্সে সদরপুর উপজেলা শাখার জেনারেল ম্যানেজার ও ইনর্চাজ মোঃ এসকেনদার আলী, মেঘনা লাইফ ইনস্যুরেন্স সদরপুর উপজেলা শাখার এ.জি.এম ও ইনচার্জ খান মোঃ আসাদুজ্জামান শওকতসহ অন্যান্যরা।