ফরিদপুরের সদরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কমারুল আহসান তালুকদার পিএএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারি কমিশনার ভূমি তানিয়া আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ডাঃ এ গফফারসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান বৃন্দ। সভা শেষে প্রধান অতিথি মুজিব শর্তবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মান,
সদরপুর থানা, ভাষানচর ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওয়তায় একটি প্রকল্পসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। উক্ত আলোচনা শেষে জেলা প্রশাসককে সম্মান ক্রেস্ট প্রদান করেন উপজেলা চেয়ারম্যান , উপজেলা নির্বার্হী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম আহমেদ।