খেলায় সদরপুর ইউনিয়ন কে ট্রাইফিকারে হারিয়ে ২ শূন্য গোল করে বিজয় লাভ করে কৃষ্ণপুর ইউনিয়ন ফুটবল দল একাদশ।

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “এসো খেলাধুলা করি, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শ্লোগানে স্বাধীনতা কাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুনামের্ন্টে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সদরপুর ইউনিয়ন কে ট্রাইফিকারে হারিয়ে ২ শূন্য গোল করে বিজয় লাভ করে কৃষ্ণপুর ইউনিয়ন ফুটবল দল একাদশ। প্রধান অতিথি হিসাবে বিজয়ী কৃষ্ণপুর ইউনিয়নের মাঝে ৫৫ইঞ্চি রঙিন টেলিভিন বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুরর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা বিধান রায়, প্রভাষক মোঃ হাসিবুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন,ইউপি চেয়ারম্যান কাজী জাফর, আক্তারুজ্জামান তিতাসসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ৭ই মার্চ উপজেলার ৯টি ইউনিয়নের স্থানীয় খেলোয়ারবৃন্দ এ খেলায় অংশগ্রহন করে।