বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সুফিয়া নুর'কে আহ্বায়ক ও খোরশিদা বেগম'কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। যথাক্রমে কমিটিতে আরও যারা রয়েছেন, সিঃ যুগ্ম আহবায়ক শাহিনা আক্তার,যুগ্ম আহবায়ক হোসনে আরা আজাদ,যুগ্ম আহবায়ক লাইলা বেগম,যুগ্ম আহবায়ক হালিমা বেগম,যুগ্ম আহবায়ক মোর্শিদা আক্তার,কাম যুগগ্ম আহবায়ক এড. রূপো অর্ডিার,যুগ্ম আহবায়ক সাজেদা বেগম,যুগ্ম আহবায়ক পারভীন আক্তার,যুগ্ম আহবায়ক রুজিনা আক্তার,যুগ্ম আহবায়ক হুমাইরা বেগম,যুগ্ম আহবায়ক সমিরা জন্নাত,যুগ্ম আহবায়ক রেনুয়ারা পারভীন,যুগ্ম আহবায়ক জেসমিন আক্তার,যুগ্ম আহবায়ক কামরুন নাহার ও যুগ্ম আহবায়ক আরজিনা আক্তার।