এ সময় রাফি কাঠের লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম সোসালিয়ায় জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পরই চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নেতৃত্বে, এক ঝটিকা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরনে জানা গেছে, গতকাল ৩ মে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়ির আবুল বাশার (৪০) পিতা মঞ্জুর আহমেদ, বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। এ সময় জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে একই বাড়ীর জেঠাতো ভাইয়ের ছেলে ইয়াকুব, রেদোয়ান রাফি, ফয়েজ আহাম্মদের নেতৃত্বে ৮-১০ জন বাশারের উপর হামলা করে। 

এ সময় রাফি কাঠের লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিনের নেতৃত্বে, এসআই  মিদন মিয়া, এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ কামাল হোসেন, এসআই কামরুজ্জামান, এএসআই জাকির হোসেন, এএসআই মোঃ মজিবুর রহমান, এএসআই সুমন, এএসআই  আহাম্মদ হোসেনসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকা দায়ে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো,ইয়াকুব (১৮), পিতা- আনোয়ার হোসেন, রেদোয়ান হোসেন রাফি (১৭), পিতা- ফয়েজ আহাম্মদ,ফয়েজ আহাম্মদ (৬০), পিতা-মৃত সামছুল হক। গ্রেফতারকৃতরা পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়ীর বাসিন্দা। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের বাটাম ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইল চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, ঘটনার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়েছে।  অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।