কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৃষি জমির মাটিকেটে কৃষি  জমিথেকে বালু উত্তোলন  রোধে এবং সরকারি খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের অভিযান পরিচালিনা করেন, উপজেলা সরকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব হাসান খান। অভিযানে বাঙ্গরা বাজার থানা ধীন সরকারি খালের সীমানা নির্ধার করা হয়েছে। এবং খালগুলো যে ভরাটের  হয়ে যাওয়ার কারনে এলাকার মানুষের অনেক ক্ষতি সাধিত যমন নৌজানের প্রতিবন্ধীকথা সৃষ্টি হয়, ফসলি জমির সেচব্যবস্থা নষ্ট হয়,  পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এই মর্মে স্থানীয় জনগণ সচেতন করার পাশাপাশি আংশিক ভরাট কৃত খালের মাটি তিন দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চাবিতোলা ইউনিয়নের শ্রীরামপুর বিল হতে অবৈধ ড্রজারমেশিন দিয়ে কৃষি জমি অর্থাৎ ফসলি জমি দিনকে দিন নষ্ট হচ্ছে, হাজার হাজার একর ফসলি জমি প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, বালু উত্তোলন  দায়ে চারটি ড্রেজার মেশিনের প্রায় তিন হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন জনস্বার্থে কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান চালানো হয়েছে, এবং এই অভিযান অব্যাহত থাকবে।