জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে সরকারি নম্বরযুক্ত গাড়ি (জয়পুরহাট-ঘ-১১-০০২৩) নিয়ে তিনি পাবনার শ্বশুরবাড়িতে যান। দুপুর ২টার দিকে পাবনা সদর থানার পাশে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের নিয়ে নামেন। পরে গাড়িটি রাখা হয় পাবনা সার্কিট হাউসে।

বিষয়টি জানাজানি হলে পরদিন জেলায় শুরু হয় গুঞ্জন। তখন তড়িঘড়ি করে গাড়িটি জয়পুরহাটে ফিরিয়ে আনা হয়, যা দুপুর ৩টার পর পৌছে যায়।

এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। প্রশাসনের কাছে জানতে চাইলে কখনো বলা হয়েছে, গাড়িটি সার্ভিসিংয়ের জন্য রাজশাহীতে রয়েছে, আবার কখনো দাবি করা হয়েছে, এটি বগুড়ায় রয়েছে। প্রশাসনের এই অসঙ্গতিপূর্ণ বক্তব্যে জনমনে বিভ্রান্তি ও সন্দেহ আরও বেড়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি মোবাইল বার্তারও কোনো উত্তর দেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী বলেন,
“সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।”

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খতিয়ে দেখছি।”