বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিবন্ধী ভাতা যা মানুষ এবং মানবতা রক্ষার একটু উজ্জ্বল উদাহরণ আর এটিকে লুট করছে কিছু অসাধারণ মানুষ। সরকার প্রতিবন্ধীদের সমান অধিকার ও মর্যাদা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রণীত হয় ২০১৩ সালে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষার জন্য একটি অনন্য দলিল। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫, ১৭, ২০ এবং ২৯ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যান্য নাগরিকদের সমান সুযোগ ও অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সরকার ২০০৫-০৬ অর্থবছর থেকে রাষ্ট্রের দায়িত্বের অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করেছে। প্রাথমিকভাবে ১০৪১৬৬ জন প্রতিবন্ধীকে প্রতি মাসে ২০০/- টাকা হারে ভাতা দেওয়া হয়।চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা ২৯ লাখ থেকে.৩২.৩৪ লাখে উন্নীত হয়েছে। মাসিক ভাতার হার ৮৫০/- টাকা। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কর্মসূচির জন্য মোট বরাদ্দের পরিমাণ ৩৩২১.৭৭ কোটি টাকা। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তত্ত্বাবধানে এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রম প্রায় ১০০% অর্জন করেছে। প্রতিবন্ধী ভাতা কার্যক্রম অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার  লক্ষ্যে বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং জিটুপি বাস্তবায়নের লক্ষ্যে MIS (Management Information System) নামে ডাটাবেজ প্রণয়ন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছর থেকে সকল উপকারভোগীদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্মেন্ট টু পারসন) ভাতা প্রদান করা হচ্ছে। আর এই সুযোগে গ্রামবাংলা অসংখ্য মানুষ প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা লোফার নিচ্ছে প্রত্যেক মাসে টাকাগুলো তারা পেয়ে যাচ্ছে আর এতে বঞ্চিত হচ্ছে আরো অসংখ্য প্রতিবন্ধী মানুষ সার কথা হচ্ছে এই যে প্রতিবন্ধী নয় সে প্রতিবন্ধী ভান্ডার নিচ্ছে আর যে প্রতিবন্ধী সেবাতে পারছি না প্রমাণস্বরূপ (নেনছি সাহনুরি) বান্নার গ্রাম ৩৮(সুজাউজ্জামান সুজা)৫০ জগন্নাথপুর মুন্সিপাড়া (লতিফ)৪৫ কচাস শহর, সহ আরো অনেকেই ক্যাপশনে দেয়া ছবিটি একজন প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত মনের মুখের ভাষা অনুপাতে উনি প্রতিবন্ধী না, বলছেন (সুচাদুজ্জামান সুজন) আমরা কি সরকারকে টেক্স দেইনা সরকার আমাদেরকে কি দেয় এ সামান্য একটু ভাতা এটা যদি ছেড়ে দেই তাহলে কিভাবে হয় তাই এগুলো নিয়ে থাকি আর জীবনে আইবা কেন এগুলো আমাদের অধিকার, তাকে প্রশ্ন করা হলো আপনি প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা আপনার জন্য কিভাবে অধিকার হয়,উত্তরে তিনি বলেন আমরা নিবই সরকার কি নিজের ঘর থেকে টাকা দিচ্ছে আমাদের টাকায় আমাদেরকে দিচ্ছে তাহলে নিবো না কেন এই বলে তিনি তার কথা শেষ করেন এরকম আরো অনেকে আছে যারা সরকারি খাতায় প্রতিবন্ধী তারা প্রতিবন্ধী না এ ব্যাপারে কোন যাচাই-বাছাই ছাড়াই প্রচুর লোকে ব্যাথা পাচ্ছে। লুট হচ্ছে প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধী।