পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে নওগাঁর মান্দা উপজেলার শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটায় ভ্রমণে গিয়েছেন।

এ সময় তার সঙ্গে উপজেলার অন্তত ৪০ জন প্রধান ও সহকারী শিক্ষক ছিলেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ৯টার দিকে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন। অথচ পরদিন ৬ সেপ্টেম্বর (শনিবার) ছিল ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সরকারি কর্মসূচি পালন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বিভিন্ন ধর্মীয় আয়োজন করার নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
কিন্তু এসব নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবুল বাসার শামসুজ্জামান কুয়াকাটা ভ্রমণে মেতে ওঠেন। শুধু তিনি নন, তার সঙ্গে মান্দা উপজেলার অন্তত ৪০ জন শিক্ষকও ছিলেন। তারা সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে ‘সমুদ্র বিলাস’ ও আনন্দ ভ্রমণে অংশ নেন।
এ ঘটনায় মান্দা উপজেলার শিক্ষক সমাজসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ওই কর্মকর্তার বদলি ও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  শিক্ষক বলেন, “সরকারি দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। ঈদে মিলাদুন্নবীর মতো গুরুত্বপূর্ণ দিনে তিনি কোথায় থাকবেন, সেটা তার জানা উচিত ছিল।”
এবিষয়ে জানার জন্য  শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।