দিনাজপুরের বীরগঞ্জে ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর ঝাড়বাড়ী এলাকায় ১৩ এপ্রিল (শনিবার) আত্রাই নদীর বালু মহাল ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন এলাকার সর্বস্তরের কৃষক ও সাধারণ জনতারা,এসময় প্রায় ৭০ বছর বয়সী মোঃ ফরমান আলী নামে একজন বৃদ্ধ লাঠি ভোর করে এসে মানববন্ধনে অংশ গ্রহণ করে বলেন, সরকারের কোনো নিয়ম নেই জনগনের ক্ষতি করার,আর এই মন্তব্যের কারন হিসেবে তিনি জানান,বালু মহাল ইজারা দেওয়ায় কৃষক সহ জনগনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে,তাই এই অধিকার সরকার রাখেনা।
এছাড়াও মানববন্ধনে অংশ গ্রহণ করেন, অত্র এলাকার কৃষকরা।
কৃষক মোঃ আবু বক্কর সিদ্দিক ও নুর আলম জানান,এই বালু মহালে ড্রেজিং করে বালু উত্তোলন করা হলে আলু, ভুট্টা,পেয়াজ, রসুন,ও ধান সহ প্রায় ১০০ টনেরো বেশী ফসল ক্ষতিগ্রস্থ হবে, এবং পরবর্তীতে এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে তাই জেলা‌ প্রশাসক সহ স্থানীয় সরকারকে  ইজারা বাতিল সহ ড্রাম ট্রাক ও ড্রেজার মেশিন বন্ধের দাবি জানানো হয়।

অপর দিকে গত ০৭/০৪/২৫ ইং তারিখে বালু মহাল ইজারা বন্ধের জন্য বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার‌ মোঃ তানভীর আহমেদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা,তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলেও জানান কৃষক ও মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা,
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও দিনাজপুর জেলা প্রশাসকের মুঠোফোনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি।