ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
মঙ্গলবার ৮ এপ্রিল ভোরে সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, চান্দ মিয়া ও বারেক নামের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবকের সিএনজিচালিত অটোরিকশায় বারেকের পক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করেন। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু মঙ্গলবার ভোর ৫টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় প্রায় ২০-২৫ টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।