ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমি বুঝিয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া দক্ষিণ হাটি গ্রামের ১৮.৭৫ শতক ভূমির ওয়ারিশ সূত্রে প্রকৃত মালিক রফিকুল ইসলাম মানিককে জমির দখল বুঝিয়ে দেন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। জানা গেছে আদালতের রায় অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে এসে সরাসরি সরেজমিনে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিবাদীদের দখলে থাকা একটি টিনসিটের ঘর উচ্ছেদ করেন এবং জায়গাটি চিহ্নিত করে চারপাশে মাপামাপি করে লাল নিশান ও সীমানা খুঁটি পুতে যান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজির মোহাম্মদ আওলাদ হোসেন, একজন কমিশনার সহ সরাইল থানার এস আই আব্দুর রহমান খান পাঠান ও সরাইল থানার একদল পুলিশ ফোর্স। উল্লেখ্য গত ২০০৫ সালে আনোয়ারা বেগম বাদী হয়ে ১৪ জনকে বিবাদী করে মামনীয় আদালতে মোকদ্দমা দাখিল করেন। তার কিছুদিন পরে বিবাদীগন মাননীয় আদালতে জবাব দাখিল করিয়া আদালতে অনুপস্থিত হয়ে যায়। মোকদ্দমা চলমান অবস্থায় বাদী আনোয়ারা বেগম শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরলে তাহার ছেলে মোঃ রফিকুল ইসলাম মানিককে বিগত ২০১১ ইং সনে মোকদ্দমা পরিচালনা করার জন্য আমমোক্তার নামার মাধ্যমে মামলা পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তীতে বিবাদীগন অনুপস্থিত থাকায় বিগত ২০১৮ ইংতারিখে একতরফা সুত্রে বাদী পক্ষে প্রাথমিক ডিগ্রির আদেশ পান। এরপর পুনরায় বিগত ২০১৮ ইং তারিখে চূড়ান্ত ডিগ্রির আদেশ হয়। এরপরও বাদীপক্ষকে ভূমির দখল না দেয়ায় বিগত২৪/০৪/২৩ তারিখে দেঃ ডিঃ ০৪/২৩ মোকদ্দমা দাখিল করে। মাননীয় আদালত সকল কিছু বিবেচনা করে ১৮/০২/২৪ ইং তারিখে জারী কারক মুলে দখল এর আদেশ দেন। তার পরবর্তীতে সিনিয়র সহকারী জজ আখাউড়া আদালতের জজ সাহেব ০৮/০৪/২৫ ইং তারিখে ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, নাজির আওলাদ হোসেন ও একজন কমিশনার সহ সরাইল থানার পুলিশকে সরেজমিনে উপস্থিত হয়ে বাদী রফিকুল ইসলাম মানিক সাহেবের ১৮.৭৫ শতক জমি দখল করিয়ে দেওয়ার জন্য আদেশ দেন । সরাইল টানা পুলিশের পক্ষ থেকে এসআই মোঃ আব্দুর রহমান পাঠান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।