মঙ্গলবার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মনোমুগ্ধকর আয়োজনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সরাইল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা প্রেসক্লাব এর কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক অগ্রসর পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ ফয়জুল কবির ও যুগ্ম-সম্পাদক পদে দৈনিক কালবেলা পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ। এদিকে অর্থ সম্পাদক দৈনিক কালের ছবি স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি আল মামুন খান, দফতর ও প্রচার সম্পাদক দৈনিক দেশের কন্ঠ উপজেলা প্রতিনিধি শরীফ বক্স, কার্যকরী সদস্য ১ দৈনিক যায়যায় কাল উপজেলা প্রতিনিধি পারভেজ আলম ও কার্যকরী সদস্য ২ দৈনিক বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে অর্থ সম্পাদক দৈনিক কালের ছবি স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি আল মামুন খান, দফতর ও প্রচার সম্পাদক দৈনিক দেশের কন্ঠ উপজেলা প্রতিনিধি শরীফ বক্স, কার্যকরী সদস্য ১ দৈনিক যায়যায় কাল উপজেলা প্রতিনিধি পারভেজ আমল ও কার্যকরী সদস্য ২ দৈনিক বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রেসক্লাবের এ উৎসবমুখর নির্বাচন পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংবাদিক আব্দুল আওয়াল খান, সাংবাদিক আব্দুল মমিন, ঠিকাদার সেলুসহ আরো অনেকই। ভোট গণনা শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মেজবা-উল আলম ভূইয়া বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।