জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার ভোরে ঢাকুরিয়া এলাকায় মৎস্য চাষী আব্দুল ওয়াহাবের পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে পাঁচ লাখ টাকার মাছ নিধন করেছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার ভোরে ঢাকুরিয়া এলাকায় মৎস্য চাষী আব্দুল ওয়াহাবের পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে পাঁচ লাখ টাকার মাছ নিধন করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া এলাকায় মৎস্য চাষী আব্দুল ওয়াহাব তার নিজ পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতের মৎস্য চাষ করে আসছিলেন। ভোরে পূর্ব বিরোধীদের জের ধরে প্রতিবেশী মন্টু সুলাইমান শাওন শরীফ পুকুরে বিষ ঢেলে দেয়। পরে ভোরে মাছ মরে ভেসে ওঠে। পরে সকালে মৎস্য চাষী আব্দুল ওয়াহাব ঘুম থেকে উঠে পুকুরে দেখতে পায় মাছ মরে ভেসে উঠছে। এতে আব্দুল ওয়াহাবের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার দুপুরে সরিষাবাড়ী থানায় আব্দুল ওয়াহাব বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। আব্দুল ওয়াহাব বলেন, প্রতিবেশী মন্টু সুলাইমান শরীফ পূর্ব বিরোধের ধরে আমার পুকুরে বিষ ঢেলে দিয়ে ১০ লাখ টাকার মাছ মাইরা ফালাইছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে মামলা নেওয়া হবে।