জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা খাগুড়িয়া কালীমাতা মন্দিরের দরজার তালা ভেঙ্গে চুরি  করে। খাগড়িয়া কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ঝিনাই নদীর তীরে অবস্থিত খাগড়িয়া কালীমাতা মন্দির। প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত গত শুক্রবার সন্ধ্যায় মন্দিরে পূজা অর্চনা করে দরজার তালা বন্ধ করে বাড়িতে চলে যান। গত শুক্রবার গভীর রাতে সঙ্ঘবদ্ধ একটি দুর্বৃত্তের দল মন্দিরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে মন্দিরে ভিতরে থাকা ট্রাঙ্কের তালাব ভেঙ্গে আসবাবপত্র তছনছ করে। এ সময় মন্দিরে ভিতরে থাকা দান বাক্সের তালা ভেঙ্গে দুর্বৃত্তের দল টাকা পয়সা নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মন্দিরের ভান্ডারের ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ভিতরে থাকা আলমিরার তালা ভেঙ্গে কাপড়চোপড় নিয়ে যায়। পরে ভোজন কক্ষের তালাও তারা ভেঙ্গে  আসবাবপত্র তছনছ করে। সকাল থেকে মন্দিরে পূজা অর্চনা বন্ধ রয়েছে। মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরসহ তিনটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ধান ভাস বাক্সের টাকাসহ বিভিন্ন আলবাবপত্র চুরি করে নিয়ে যায়। থানায় মামলা দায়ের করা হবে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে মামলা নেওয়া হবে।