বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরনসভার আয়োজন করা হয়।
বাউসি বাঙালি উচ্চ বিদ্যালয় জানা গেছে, পৌরসভার বাউসি বাঙালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাদশা মিয়ার স্মরণে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন বাউসি বাঙালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বাহাদুর আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন। আরো বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ আশরাফুল আলম, বাউসি বাঙালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ। স্মরণসভা পরিচালনা করেন আয়জক কমিটির সদস্য রমজান আলী।